২০২০ আমাদের কাছ থেকে কেড়ে নিল যাদের…

ওয়েবডেস্ক : করোনা কালে কোল খালি হয়েছে বাংলার। একই বছরে এতজন কৃতির মৃত্যু? না, এর আগে দেখেনি বাঙালি।

নিখিল নন্দী : চুনী-পিকের সতীর্থ প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী প্রয়াত হলেন ২২ ডিসেম্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দলের সদস্য ছিলেন নিখিল নন্দী। 

সুধীর চক্রবর্তী : ১৫ ডিসেম্বর বিকেলে ৮৬ বছর বয়সে প্রয়াত হন লোকসাহিত্য ও লোকসংস্কৃতির প্রখ্যাত গবেষক সুধীর চক্রবর্তী।

মনু মুখোপাধ্যায় : গত ৬ ডিসেম্বর মৃত্যু হল বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যাইয়ের। দীর্ঘ দিন অসুস্থতায় ভুগছিলেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয় ৯০ বছর।

অলোকরঞ্জন দাশগুপ্ত : পঞ্চাশের দশকে বাঙালির কাব্যপ্রেম উসকে দেওয়া কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। প্রয়াত হন গত ১৭ নভেম্বর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ৮৭ বছরে জার্মানি প্রবাসী কবি।

সৌমিত্র চট্টোপাধ্যায় : এক মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৫ নভেম্বর অপুকে হারাল বাঙালি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে অবসান হল একটি প্রজন্মের।

সত্যজিৎ ঘোষ : হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৯ নভেম্বর মারা গেলেন মোহনবাগান এবং জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ।

প্রদীপ ঘোষ : করোনার থাবায় গত ১৬ অক্টোবর প্রয়াত হন বর্ষীয়ান আবৃত্তিকার তথা বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

কিশোর ভিমানি : কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি।

শক্তি ঠাকুর : ৫ অক্টোবর মারা গেলেন গায়ক তথা অভিনেতা শক্তি ঠাকুর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

শেখর বসু : ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা পরমাণু বিজ্ঞানী পদ্মশ্রী শেখর বসু। ২৪ সেপ্টেম্বর কলকাতায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। শেখরবাবু কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। 

পূর্বা দাম : বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী পূর্বা দাম প্রয়াত হন গত ১৯ সেপ্টেম্বর। 

শর্বরী দত্ত : ১৮ সেপ্টেম্বর রাত সোয়া বারোটায় রহস্যজনক ভাবে মৃত্যু হয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের।

প্রণব মুখোপাধ্যায় : কোভিড কেড়ে নিল ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রাণ। ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি।

শ্যামল চক্রবর্তী : করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী প্রয়াত হন গত ৬ আগস্ট।

সোমেন মিত্র : গত ৩০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

অমলাশঙ্কর : গত বছরই পালিত হয়েছিল জন্মশতবর্ষ। সেই কিংবদন্তি নৃত্যশিল্পী অমলাশঙ্কর গত ২৪ জুলাই ভোরে প্রয়াত হন। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু।

নিমাই ভট্টাচার্য : গত ২৫ জুন প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক নিমাই ভট্টাচার্য। টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. অমলেন্দু বন্দ্যোপাধ্যায় : গত ২৩ জুন প্রয়াত হন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এবং নিরলস বিজ্ঞানকর্মী ড. অমলেন্দু বন্দ্যোপাধ্যায়।

দেবেশ রায় : ১৪ মে শ্বাসকষ্টজনিত সমস্যায় বাগুইআটির এক বেসরকারি নার্সিংহোমে মারা যান দেবেশ রায়।

উষা গঙ্গোপাধ্যায় : ২৩ এপ্রিল প্রয়াত হন প্রখ্যাত নাট্যপরিচালক ও অভিনেত্রী উষা গঙ্গোপাধ্যায়। 

নিমাই ঘোষ : প্রবাদপ্রতিম আলোকচিত্রী নিমাই ঘোষ প্রয়াত হন গত ২৫ মার্চ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সন্তু মুখোপাধ্যায় : অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেলেন গত ১১ মার্চ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

কৃষ্ণা বসু : নেতাজি পরিবারের সদস্যা তথা প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু মারা গেলেন ২২ ফেব্রুয়ারি।

তাপস পাল : গত ১৮ ফেব্রুয়ারি প্রয়াত হন অভিনেতা এবং প্রাক্তন সাংসদ তাপস পাল। মুম্বইয়ের বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মিস শেফালি : ৬ ফেব্রুয়ারি কলকাতায় প্রয়াত হন সত্তরের দশকে কলকাতার বিখ্যাত ক্যাবারে ডান্সার মিস শেফালি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। 

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন