ক্রীড়া জগতের ফিরে দেখা…..

স্পোর্টসডেস্ক : বিভীষিকাময় ২০২০ ক্রীড়া জগতেও ঘটিয়েছে নানাবিধ ঘটনা-দুর্ঘটনা। ২০২০ সালের বহু বড় টুর্নামেন্ট গেছে পিছিয়ে আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেক খেলার কিংবদন্তিও।

বাতিল হল কোন কোন টুর্নামেন্ট : পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিকের আসর বসার কথা ছিল জুলাই মাসে টোকিওতে। কিন্তু করোনার কারণেই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য হয় এই মেগা ইভেন্ট। 

ইউরোপের সবথেকে বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপও করোনার কারণে বাতিল করতে বাধ্য হয় উয়েফা। মার্চ মাসেই এই ঘোষণা করা হয় উয়েফার তরফ থেকে। 

একই কারণে বাতিল হয় কোপা আমেরিকাও। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনও মার্চ মাসেই ১২ দলের এই টুর্নামেন্ট বাতিল করে দেয়। ২০২১-এই মেসি, নেইমাররা নামবেন কোপা আমেরিকা খেলতে।

বাতিল হল মহিলা অনুর্দ্ধ-১৭ ও অনুর্দ্ধ-২০ ফুটবল বিশ্বকাপ। অক্টোবরের ১৮ তারিখ থেকে নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল পুরুষদের ক্রিকেটের টি-২০ বিশ্বকাপ। কিন্তু জুলাই মাসের ২০ তারিখ করোনার কারণে এই টুর্নামেন্টও বাতিল করতে বাধ্য হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। 

এপ্রিলের এক তারিখে অল ইংল্যান্ড ক্লাব ঘোষণা করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের জন্য পিছোচ্ছে উইম্বেলডন। উইম্বেলডনের ১৩৪তম সংস্করণ আগামী বছরের জুন মাসে শুরু হবে। 

কোন কোন কিংবদন্তীকে হারালাম : এই বছরের সবথেকে বড় দুঃখের খবরটা ক্রীড়াপ্রেমীরা পেয়েছিলেন ২৫শে নভেম্বর। মাত্র ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। 

১৯৮২ বিশ্বকাপে ইতালিকে চ্যাম্পিয়ন করার নায়ক পাওলো রসি ৯ই ডিসেম্বর মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৮২ বিশ্বকাপে ৬টি গোল করেছিলেন তিনি।

আমেরিকার বাস্কেটবল কিংবদন্তি কবে ব্রায়ান্ট ও তাঁর ১৩ বছর বয়সী কন্যা এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ২৬শে জানুয়ারি। 

ভারতের সর্বকালের সেরা ফুটবলার প্রবাদপ্রতিম চুনী গোস্বামী ৩০শে এপ্রিল কলকাতায় নিজের বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনা জেতেন তিনি ও ১৯৬০ সালে অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। 

ভারতের আরেক ফুটবল রত্ন পি কে ব্যানার্জী মারা যান ২০শে মার্চ।  বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলার দাপটের সঙ্গে খেলেছেন কলকাতা ময়দানে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স মাত্র ৫৯ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইতে মারা যান। 

আশার আলো : বছরের শেষ টেস্ট ম্যাচে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে চারদিনে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রত্যাবর্তনগুলির একটি।

সন্তানের জন্মের পর প্রায় ২ বছর পর কোর্টে ফিরেই খেতাব জয় দিয়ে শুরু করলেন ভারতের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। জানুয়ারির ১৮ তারিখ নাডিয়া কিচনককে নিয়ে ডব্লিউটিএ হোবার্ট ইন্টারন্যাশনাল ডাবলস জেতেন সানিয়া। 

এই প্রথমবার ক্রীড়ামন্ত্রক থেকে ৫ জন খেলোয়াড়কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। ক্রিকেটার রোহিত শর্মা, কুস্তিগীর বিনেশ ফোগত, প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু, টেবিল টেনিসের মনিকা বাত্রা ও মহিলা হকি টিমের ঋতু রাণীকে এই সম্মানে ভূষিত করা হয়।

Related posts

ইডেনে অঘটন! রানের পাহাড় গড়েও পঞ্জাবের কাছে হার কলকাতার

ইডেনে আজ পঞ্জাব-কলকাতা লড়াই, কখন কোথায় দেখবেন

নাটকীয় জয়! আরসিবি-কে ১ রানে হারাল নাইটরা