নয়াদিল্লি: কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য (MSP)-এর আইনি গ্যারান্টি প্রদানের দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লি অভিমুখে মিছিল শুরু করেছেন সংযুক্ত কিসান মোর্চার (অরাজনৈতিক) কৃষকরা। শুক্রবার সংসদে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের উৎপাদিত ফসল কিনতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।” এই প্রতিশ্রুতি সত্ত্বেও এমএসপি-র আইনি গ্যারান্টি, ঋণ মকুব, এবং বিদ্যুতের বাড়তি বিলের হাত থেকে সুরক্ষার দাবিতে কৃষকরা রাস্তায় নামেন।
শুক্রবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু থেকে ১০০ জনের বেশি কৃষক দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু করেন। তবে, জাতীয় সড়ক ৪৪-এ বহুস্তরের পুলিশ ব্যারিকেডের সামনে আটকে যান তাঁরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকদের নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার খবর পাওয়া গেছে।
মিছিল শুরু হওয়ার আগেই আম্বালা জেলায় মোবাইল ইন্টারনেট এবং বড় পরিমাণে বার্তা পাঠানোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞা ৯ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে, পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের দাবি এমএসপি-র জন্য আইনি সুরক্ষা, কৃষি ঋণ মকুব, এবং বিদ্যুতের বিল বৃদ্ধি থেকে সুরক্ষা। মূলত কৃষকদের ফসলের মূল্য পতনের হাত থেকে রক্ষা করার জন্য সরকার দ্বারা নির্ধারিত মূল্য হল এমএসপি। তারই আইনি রূপ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে চলছে। ২০২০ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া কৃষক আন্দোলনের অংশ হিসেবে এই প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের উপর আরও চাপ সৃষ্টি করেছে।