কলকাতা: কলকাতার বিটি রোডের ধারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে একটি স্ক্রাব গাড়ি কাটাই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। শুক্রবার সকালে পুরনো তেলের ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরেকজন। মৃত ব্যক্তির নাম সাগর এবং আহত ব্যক্তি শংকর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
জোড়া বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রায় ৭০০ মিটার দূর থেকে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ফলে সাগরের দেহ গাছে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঘন বসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে তেলের ট্যাঙ্কার কাটাইয়ের কাজ চলছিল।
স্থানীয়রা জানিয়েছেন, এই কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কারখানায় অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল, যা অত্যন্ত বিপজ্জনক। এর আগেও এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, এই কাজ সম্পূর্ণ অবৈধ এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলী সেন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশ তদন্ত করে দেখুক কীভাবে এই অবৈধ কারখানা চলছিল।” কলকাতা কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বরো চেয়ারম্যান তরুণ সাহা জানান, “গত ৩০ বছর ধরে এই এলাকায় গাড়ি কাটাইয়ের ব্যবসা চলছে। পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং বিপদজনক ব্যবসা বন্ধ করতে হবে।”
পুলিশ এবং প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।