কলকাতা: পান বা গুটকা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে। রাজ্য সরকার চলতি বাজেট অধিবেশনে এ বিষয়ে নতুন বিল আনতে চলেছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বর্তমানে ১৯৮০ সালের পুর আইন অনুযায়ী পানের পিক বা থুতু ফেলার জন্য জরিমানার বিধান রয়েছে। বিভিন্ন সময়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াও হয়। তবে এবার রাজ্যের স্বচ্ছতা অভিযান আরও জোরদার করতে নতুন বিল পেশ করা হবে। আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানেই এই বিল উত্থাপন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এই বাজেট অধিবেশন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে।
সরকারের লক্ষ্য রাজ্যের শহর ও গ্রামীণ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা তৈরি করা। নতুন আইন কার্যকর হলে যত্রতত্র পানের পিক ফেললেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই বিধান কতটা কঠোর হয় এবং বাস্তবে এর প্রয়োগ কেমন হয়।