এগরার পর এবার মহেশতলা, বাজি কারখানায় বিস্ফোরণের বলি ৩

এগরায় বিস্ফোরণের রেশ কাটেনি এখনও। তার মধ্যে এবার বজবজে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই যে একটি বাড়ির দোতলার অস্থায়ী ছাউনির একাংশ ধসে গিয়েছে। চারদিকে কাঠকয়লা পড়ে রয়েছে। পুড়ে গিয়েছে ঘরের যাবতীয় জিনিসপত্র। সূত্রের খবর, অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকার নন্দরামপুর চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে রবিবার। বাজি কারখানা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চিংড়িপোতা এলাকায় দীর্ঘদিন ধরেই বিশাল বাজি বাজার রয়েছে।

সূত্রের খবর, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপর দাউ দাউ করে আগুন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২জনের। মা মেয়ে তারা। ৩৫ বছরের মহিলা ও তাঁর ১৩ বছরের মেয়ে। একজনকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কী বলছেন অভিযোগকারী

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা