ওয়েবডেস্ক : রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেছেন , দলে এতোদিন থাকার পর ভোটের মুখে দলের মধ্যে দমবন্ধকর পরিস্থিতির অভিযোগ করে যাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন , তাঁরা স্বার্থপর।
কলকাতায় আজ তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতিতে কাউকে সারাজীবন থাকতে হবে এমন কোনো কথা নেই । এ প্রসঙ্গে তিনি সদ্য মন্ত্রীত্ব ছেড়ে দেওয়া লক্ষীরতন শুক্লা ও বয়সের কারণে আগামী নির্বাচনে প্রার্থী হতে না চাওয়া রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন : ‘দীনেশ ত্রিবেদী একজন হেরে যাওয়া নেতা’, দীনেশের দলত্যাগে তীব্র কটাক্ষ সৌগত রায়ের
সদ্য দলত্যাগী দীনেশ ত্রিবেদীকে বিদ্ধ করতেও তিনি ছাড়েন নি । নাম না করে ফিরহাদ হাকিম বলেন , কাদের খুশি করতে রাজ্য সভার মধ্যেই নিয়ম বহির্ভূতভাবে উনি পদত্যাগ করেছেন তা দেখার বিষয়।
কি কারণে ভোটের আগে হঠাৎ করে এতো মানুষের হৃদয় পরিবর্তন হচ্ছে তা রীতিমত গবেষণার বিষয় বলেও তিনি মন্তব্য করেছেন।