ওয়েবডেস্ক : ভালবাসার রঙে নিজেকে মুড়ে নিলেন রাইমা। অফ শোল্ডার-ডিপ নেক, হাই স্লিট পোশাক আর কাঁধ অবধি খোলা চুলে চড়চড়িয়ে পারদ চড়ালেন বঙ্গ বিউটি!
অনুরাগীরা প্রশংসায়, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বেড়ে চলেছে লাইকের সংখ্যাও।
ইনস্টাগ্রামে রাইমার ফলোয়ার্সের সংখ্যা ১ মিলিয়নেরও বেশি। মাঝে মধ্যেই নিত্য নতুন পোস্ট তিনি করে থাকেন যার জেরে ভাইরাল হয়ে যান সহজেই।
আরও পড়ুন : রিল লাইফে রিয়েল জুটি, ভালোবাসার দিনেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রথম ছবি
বেশ কিছুদিন আগেও প্রায় এ ভাবেই ধরা দিয়েছিলেন রাইমা। কালো ডিপ নেক স্যুট এবং গাঢ় লিপস্টিকে অজস্র মনে ঝড় তুলেছিলেন মিস সেন। খোলামেলা পোশাক নিয়ে যে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই, তা এ বারও প্রমাণ করলেন অভিনেত্রী।
আর ভালোবাসার দিনে এভাবেই নিজের ভক্তদের ভালোবাসা বাড়িয়ে নিলেন খানিকটা।