প্রথম পাতা খবর বন্যায় বিপর্যস্ত অসম, মৃত্যু ১৭ জনের, ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৯ লক্ষ বাসিন্দা

বন্যায় বিপর্যস্ত অসম, মৃত্যু ১৭ জনের, ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৯ লক্ষ বাসিন্দা

65 views
A+A-
Reset

বন্যায় বিপর্যস্ত অসম। বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিতে শুরু করেছে উত্তর পূর্বের এই রাজ্যে। অসমের ২৮টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। তিন দিনের প্রবল বর্ষণে ১৭ জন মারা গিয়েছেন অসমে। ২,৯৩০ টি গ্রামের প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ৬টা নাগাদ ফোন করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অসমের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল বাজালি, বাকসা, বরপেটা, চিরাং, ধেমাজি, হোজাই, কামরূপ, মাজুলি, লখিমপুরসহ আরও বেশ কিছু জেলা। অসম প্রশাসন সূত্রে জানানো হয়েছে,টানা বৃষ্টি ,বন্যা ও ধসের কারণে ক্ষতিগ্রস্ত ২৮টি জেলা।সবথেকে ভয়াবহ অবস্থা বাজালি জেলায়। ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যে সব অঞ্চলে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। যত দ্রুত সম্ভব স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৩৭৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। অসমের শিলচরে সফর বিপজ্জন ঘোষণা করেছে রাজ্য সরকার। ধসের কারণে সড়ক বিপজ্জনক আকার নিয়েছে সেখানে। অসমের সঙ্গে মেঘালয় এবং ত্রিপুরার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুন :

দেশজুড়ে প্রবল বিক্ষোভ, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের

১০০ বছরে পা দিলেন হীরাবেন, মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিলেন নমো

একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা, কড়া বার্তা অভিষেকের

ফের শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.