কলকাতা: ছটপুজোকে কেন্দ্র করে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিশেষ সতর্কতামূলক নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে ছটপুজোর সময়কাল জুড়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। এই দলটি এর আগে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় গঠিত হয়েছিল এবং ড্রেনেজ, পার্ক, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছিল।
ছটপুজোর প্রস্তুতির অংশ হিসেবে, পুরসভার ড্রেনেজ বিভাগে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জল জমে যাওয়া, গাছ উপড়ে যাওয়া, বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা মোকাবিলায় পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে জানা গেছে, শহরের ৮২টি পাম্পিং স্টেশন এবং ৪৬০টি সাকশন পাম্প প্রস্তুত রাখা হয়েছে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়। এ ছাড়া, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) ছটপুজোর জন্য ৪০টি অস্থায়ী ঘাট তৈরি করছে এবং পুরনো ঘাটগুলির সংস্কার কাজও চলছে।
কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শীঘ্রই ছটপুজোর প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।