প্রথম পাতা খবর সুন্দরবনের পর্যটকদের জন্য সুখবর! রায়দিঘির দিঘিতে নামবে বোট, তৈরি হচ্ছে কটেজ

সুন্দরবনের পর্যটকদের জন্য সুখবর! রায়দিঘির দিঘিতে নামবে বোট, তৈরি হচ্ছে কটেজ

32 views
A+A-
Reset

শীতের মরশুমে সুন্দরবনের পর্যটকদের জন্য নতুন চমক নিয়ে হাজির রায়দিঘির ইকো ট্যুরিজম পার্ক। নতুন বছরের শুরুতেই রায়দিঘির প্রাচীন দিঘিতে নামানো হবে বোট, আর পর্যটকদের থাকার জন্য তৈরি হচ্ছে কটেজ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই দিঘিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক পার্ক, যা এখন পর্যটকদের নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

প্রতিদিন প্রায় ২০০-৩০০ পর্যটক এই পার্কে ঘুরতে আসছেন। পার্ক কর্তৃপক্ষের লক্ষ্য বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করা। দিঘির চারপাশে লাগানো হয়েছে সুসজ্জিত ফুলের গাছ। বিধায়ক ডা. অলক জলদাতা জানিয়েছেন, সরকারের উদ্যোগে দিঘির সংস্কার করে এই ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হয়েছে। বোট এবং কটেজের ব্যবস্থা পর্যটকদের মন জয় করবে বলে আশাবাদী তিনি।

রায়দিঘিতে আসতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে মথুরাপুর স্টেশনে পৌঁছে সেখান থেকে বাস বা অটো নিয়ে সরাসরি রায়দিঘি যেতে হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি এবং পর্যটকদের সংখ্যা বৃদ্ধিতে উপকৃত হচ্ছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.