প্রথম পাতা খবর সিকিমে সরাসরি ট্রেন! বাঙালির ভ্রমণ আরও সহজ, কবে শেষ হবে প্রকল্পের কাজ

সিকিমে সরাসরি ট্রেন! বাঙালির ভ্রমণ আরও সহজ, কবে শেষ হবে প্রকল্পের কাজ

28 views
A+A-
Reset

দার্জিলিং বা দিঘার মতোই বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য সিকিম। কিন্তু এতদিন সরাসরি সিকিমে যাওয়ার জন্য কোনও ট্রেনের ব্যবস্থা ছিল না। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করেই যেতে হতো গ্যাংটক। তবে সেই সমস্যার সমাধান হতে চলেছে শীঘ্রই। সেভক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ হলেই সরাসরি ট্রেনে যাওয়া যাবে সিকিমে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। সব ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতেই চালু হতে পারে এই রুটে ট্রেন পরিষেবা। সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্র হ্যাং সুব্বার প্রশ্নের জবাবে সংসদে এই আশ্বাস দেন রেলমন্ত্রী।

এই প্রকল্পে রয়েছে ১৪টি টানেল এবং ২২টি ব্রিজ, যা রেলপথকে আরও আধুনিক ও সুগম করবে। সিকিমের একমাত্র রেল স্টেশন রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেল সম্প্রসারণের পরিকল্পনাও চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিকিম ভ্রমণ হবে অনেক বেশি সহজ ও সময় সাশ্রয়ী।

সেভক থেকে রংপো পর্যন্ত রেল পরিষেবা চালু হলে, বাঙালির সিকিম যাত্রায় নতুন দিগন্ত খুলে যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.