নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার সিবিআই-এর মামলায়ও জামিন পেলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। এর আগে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। ফলে প্রায় ২৩ মাস পর জেলমুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের।
২০২৩ সালের জানুয়ারিতে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা নেওয়া এবং বিপুল অঙ্কের অপ্রকাশিত আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে সিবিআই-ও নিয়োগ দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জামিনের শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট। তবে আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না কুন্তল।
এর আগে ২০ নভেম্বর ইডি-র মামলায় জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সিবিআই-এর মামলায়ও জামিন পাওয়ায় জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না কুন্তল ঘোষের।
4o