রাঁচি: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জোরালো জয় লাভ করার পর, হেমন্ত সোরেন আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ২৮ নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-নেতৃত্বাধীন জোট ৮১ সদস্যের বিধানসভায় ৫৬টি আসন দখল করে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মাত্র ২৪টি আসনেই সীমাবদ্ধ থাকে।
হেমন্ত সোরেন রবিবার ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়ার-এর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং সরকার গঠনের দাবি জানান।
চলতি বছরে বহুবিধ রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হওয়া সত্ত্বেও হেমন্ত সোরেন শক্তিশালী নেতা হিসেবে উদ্ভাসিত হন। বারহাইট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজেপি প্রার্থী গামলিয়েল হেমব্রমকে ৩৯,৭৯১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
এই বছর আগাম জামিনে মুক্তি পাওয়ার পরে, হেমন্ত আবার রাজনীতিতে সক্রিয় হন। তাঁর অনুপস্থিতিতে, স্ত্রী কল্যাণী সোরেন জেএমএম-কে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা পালন করেন। তিনি গান্ডে কেন্দ্র থেকে ১৭,১৪২ ভোটের ব্যবধানে জয়ী হন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পরে, ঝাড়খণ্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেমন্ত সোরেন। এই জয়কে আদিবাসী ভোটারদের সোরেনের নেতৃত্বের প্রতি অটুট আস্থার প্রতিফলন হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।