বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে—মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তিনি বলেন, ‘‘বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার, প্যান-সহ সব পরিচয়পত্র থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। আমি ধিক্কার জানাই।’’
মমতার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এমন প্রবণতা বাড়ছে। সম্প্রতি মহারাষ্ট্রে কর্মরত তিনজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ধরে মুম্বই পুলিশ বাংলার প্রশাসনকে না জানিয়েই সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে রাজ্যের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়।
পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম জানান, ওই তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা—দু’জন মুর্শিদাবাদ ও একজন পূর্ব বর্ধমানের। ১০ জুন এই খবর আসে রাজ্যের পর্ষদের কাছে। পরিচয়পত্র পাঠানো হলেও মুম্বই পুলিশ তাদের উপেক্ষা করে বলে অভিযোগ।
প্রসঙ্গত, বিজেপি শাসিত মহারাষ্ট্র, অসম, দিল্লি-সহ একাধিক রাজ্যে অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছে। অসম সরকারের ‘পুশ ব্যাক’ নীতি নিয়েও বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।