প্রবীণ অভিনেতা নির্মলকুমার হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, দিন তিনেক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানালেন কন্যা মিমি ভট্টাচার্য। তিনি জানান, নির্মলকুমারের পায়ে সেলুলাইটিস হয়েছিল। সেখান থেকেই সংক্রমণ ছড়ায়। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
মিমির কথায়, “এই বয়সে এমন সমস্যা হয়। বাবার সুগারের সমস্যা নেই। তাই চিকিৎসকেরা জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। তবে বয়সের কারণে সুস্থ হতে সময় লাগবে। কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, এখনও বলা যাচ্ছে না।”
চিকিৎসকদের মতে, সেলুলাইটিসে পায়ের ত্বক লালচে হয়ে ফুলে যায়। জ্বরও আসতে পারে।
১৯২৮ সালের ১৪ ডিসেম্বর কলকাতায় জন্ম নির্মলকুমারের। বাংলা ও হিন্দি দুই ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি। ‘কমললতা’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘ক্ষণিকের অতিথি’র মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে। উত্তমকুমার, সুচিত্রা সেনের সঙ্গেও কাজ করেছেন তিনি। ষাট ও সত্তরের দশকে বাংলা ছবির জনপ্রিয় মুখ ছিলেন নির্মলকুমার।