সোমবার থেকে শুরু মাধ্যমিক, সাত জেলায় বন্ধ ইন্টারনেট!

সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে পর পর দুই বছর বহু বাধা বিঘ্ন দেখা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা ঘিরে। অবশেষে ২০২০ সালের পর এবার আবার স্বাভাবিক নিয়মে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এবার রাজ্যের বুকে মাধ্যমিক নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পর্ষদ।

জানা গিয়েছে একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে বিষয়টি। জানা গিয়েছে সোমবার থেকে দুপুরের দিকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু এলাকায় সমস্যা হতে পারে।

রাজ্যের বুকে শেষ বার ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হয়। ওই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্ধেক অফলাইনে হয়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। বিনা পরীক্ষায় পাশ করে সব ছাত্রছাত্রী। তারপর এবার আবার সমস্ত নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে স্বাভাবিক নিয়মে।

এবছর অনেকটাই বেড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। প্রায় ৫০ হাজার বেড়ে রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী ১১.২৭ লক্ষ। ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। উল্লেখ্য, এবারেও রাজ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি রয়েছে।

এবারের পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে কঠোর নিরাপত্তা। পরীক্ষা চলবে বিকেল ৩ টে পর্যন্ত। মাধ্যমিকে নকল রুখতে রাজ্যের বিভিন্ন এলাকায় সোমবার থেকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৭, ৮,৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ নেট পরিষেবা বন্ধ থাকবে।

এছাড়াও এবার প্রশাসনের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন ব্লকে নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলির আশেপাশে জ্যামার বসানো হবে। পাশাপাশি রাজ্যের মোট সাত জেলায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে