সুন্দরবন: হরিয়ানায় গো মাংস খাওয়ার অভিযোগ তুলে গোরক্ষকরা পিটিয়ে খুন করে সুন্দরবনের বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক। সোমবার নিহত ওই পরিবারের সঙ্গে দেখা করতে বাসন্তীতে আসেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী।
পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, এর পাশাপাশি নওসাদ সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন যে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে এখনো কোনো অনুদান ওই পরিবারকে দেননি। তাঁর মতে, চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কি চাকরি দেওয়া হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
এর পাশাপাশি হরিয়ানা সরকারের কাছে তদন্ত প্রক্রিয়া কেমন চলছে তার জন্য জানতে প্রতিনিধি দলও পাঠায়নি রাজ্য সরকার। নওসাদ বলেন, তাতেই বোঝাই যাচ্ছে এই ঘটনার তদন্ত কতটা হবে এবং এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন টুইট বা প্রেস বিজ্ঞপ্তি জারি না করায় কটাক্ষ ছুড়ে দেন।