কলকাতা: মঙ্গলবার বিধানসভায় আসছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল। আরজি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বিধানসভার বিশেষ অধিবেশনে এই সংশোধনী বিল আনতে চলেছে রাজ্য সরকার।
সোমবার বিশেষ অধিবেশনের শুরুতেই এই বিলের কথা জানানো হয় সরকার পক্ষের তরফে। যে বিলটি আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে “অপরাজিতা উইমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেনমেন্ট বিল ২০২৪।” মঙ্গলবারই এটি বিধানসভায় পাস হবে এবং স্বাক্ষরের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে।
‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)-এ নয়া গুরুত্বপূর্ণ সংযোজন, ধর্ষণের ফলে নির্যাতিতা যদি কোমায় চলে যান, সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে।
এছাড়া ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ফাঁসির সাজা বহাল থাকছে। গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা। থানায় ধর্ষণের মামলা দায়েরের ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দরকারে অতিরিক্ত ১৫ দিন মিলবে।