‘নেহরুর ভুলে পাক-অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে’, শাহের বক্তব্যের বিরোধিতায় লোকসভায় ওয়াকআউট কংগ্রেসের

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে লোকসভায় কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নেহরুর ভুলের কারণেই পিওকে (পাক-অধিকৃত কাশ্মীর) তৈরি হয়েছে।

বুধবার অমিত শাহ বলেন, “পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন দুটি বড় ভুল হয়েছিল, যার কারণে কাশ্মীরকে বছরের পর বছর ভুগতে হয়েছিল। আমাদের সেনাবাহিনী যখন জয়লাভ করছিল, তখন পঞ্জাব এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি জারি করা হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল।”

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ নিয়ে আলোচনার সময় শাহ বলেন, “যদি যুদ্ধবিরতি তিন দিন বিলম্বিত হতো তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ ভারতের ভূখণ্ডে পরিণত হতো। একটা ভাগ ছিল। আমাদের ইস্যুটি রাষ্ট্রসঙ্ঘে নিয়ে যাওয়া হয়েছিল, যা একটি বড় ভুল।”

অমিত শাহের এই বক্তব্যের তীব্র আপত্তি প্রকাশ করেন কংগ্রেস সাংসদরা। সংসদে ব্যাপক হইচই বেঁধে যায়। তার পরেও অমিত শাহ বলেন, “যদি রাগ করতেই হয়, তা হলে আমার ওপর নয়, নেহরুর ওপর রাগ করুন।” এর পরই লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার