কলকাতা: ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর উদ্যোগে আজ, শুক্রবার স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। মূলত দুটি দাবিতে এই মিছিল। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন অনুমোদন দেয়নি এবং ‘হুমকি সংস্কৃতি’-তে অভিযুক্ত চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
এ দিনের মিছিল দুপুর ৩টেয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে শুরু হবে এবং সেখান থেকে এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনের দিকে। মিছিলে অংশ নেওয়ার জন্য চিকিৎসক-নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
মিছিলের পাশাপাশি আন্দোলনকে আরও বিস্তৃত করতে ‘দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পরিকল্পনাও করা হয়েছে। যদিও ফেস্টিভ্যালের নির্দিষ্ট সূচি এখনও ঘোষণা হয়নি।
জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ সরাসরি স্বাস্থ্য বিভাগের নীতির বিরুদ্ধে এক ধরনের অস্বস্তি ও ক্ষোভের বহিঃপ্রকাশ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট থাকা সত্ত্বেও অনুমোদনের অভাব এবং অভীক দে-র বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া নিয়ে সরকার ও প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।