সন্ধে নামলেই বিক্ষিপ্ত বৃষ্টি, কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। ছবি: রাজীব বসু
আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল কালবৈশাখী আছড়ে পড়তে পারে। ৬০ থেকে ৭০ কিমি গতির ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদে। বৃষ্টির জেরে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আগামী শনিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বহু জেলায়। তবে তার আগের দুই দিন, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বজায় থাকবে তাপপ্রবাহ। কলকাতা ও আশেপাশের এলাকাতেও গরম ও অস্বস্তি থাকবে চরমে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
এরই মধ্যে মৌসুমী বায়ু ঢুকে পড়েছে আন্দামান অঞ্চলে—স্বাভাবিক সময়ের পাঁচ দিন আগেই। বর্ষার আগমনের এই আগাম ইঙ্গিত দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা বয়ে আনছে।