প্রথম পাতা খবর কলকাতা পুরসভার উদ‍্যোগে নিখরচায় ডায়ালিসিসের সুবিধা

কলকাতা পুরসভার উদ‍্যোগে নিখরচায় ডায়ালিসিসের সুবিধা

721 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কলকাতা পুরসভা , নিখরচায় ডায়ালিসিসের সুবিধা দিতে এই প্রথম শহরে ডায়ালিসিস ইউনিট চালু করলো। দক্ষিণ কলকাতার চেতলায়, ৮২ নম্বর ওয়ার্ডের পুরস্বাস্থ্যকেন্দ্র মেয়রস্ ক্লিনিকে আজ এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন পুরপ্রশাসকবোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।


তিনি বলেন, এম আর বাঙ্গুর হাসপাতাল কোভিড হাসপাতাল হয়ে যাওয়ার পর থেকে এস এস কে এম হাসপাতালে কিডনি রুগীদের চাপ বাড়ছে। পুরসভার ডায়ালিসিস ইউনিট চালু হওয়ার ফলে এই চাপ কিছুটা কমবে। সেই সঙ্গে কিডনির অসুখে আক্রান্ত দরিদ্র রুগীরা বিশেষভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন : ধূপগুড়িতে দুর্ঘটনায় মৃত ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্র-রাজ্য দু-তরফেই


এই ডায়ালিসিস ইউনিটে ১৬টি সাধারণ ও ৪টি আই সি ইউ শয্যা রয়েছে । প্রতিদিন এখানে ৮০ জন রুগীর ডায়ালিসিস করা যাবে বলে ফিরহাদ হাকিম জানান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.