মুম্বই: মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে দুদিনের সফরে মুম্বই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই এক সফরে তিনি একাধিক কর্মসূচি রেখেছেন। শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। ‘মাতোশ্রী’তে দুজনের মধ্যে আলোচনার পর সাংবাদিক বৈঠক করেন তাঁরা। ছিলেন উদ্ধবের ছেলে আদিত্যও।
এ দিন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে বাংলার মুখ্যমন্ত্রী সেরে নিলেন রাজনৈতিক সাক্ষাৎ। সামনেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে উদ্ধবের সঙ্গে মমতার এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে উদ্ধব ঠাকরে বার বারই উল্লেখ করেন, ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ একেবারেই পারিবারিক, রাজনৈতিক কোনও কথা হবে না। তিনি নিজে কোনও রাজনৈতিক কথা বলেনওনি।
চলতি বছরে মহারাষ্ট্রের বিধানসভা ভোট রয়েছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন বলে জানিয়েছেন।