উধাও কনকনে ঠান্ডা, ফের বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আচমকা উধাও কনকনে ঠান্ডা। রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। মকর সংক্রান্তিতে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে হয়েছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবারেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। সকাল থেকেই ঘন কুয়াশা। এ দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। অতি শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর ফলে অস্বাভাবিক হারে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে।

Related posts

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, তার পর বাড়বে গরম