৭২ জন যাত্রী নিয়ে নেপালে ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ৪০

কাঠমান্ডু: নেপালের পোখরাতে রবিবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৭২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা।

পোখরা বিমানবন্দরে অবতরণের সময় পুরাতন বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝখানে সেতি নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি। রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন ওই বিমানে।

উদ্ধার অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। বিমানটি ভেঙে পড়ার খবর পেয়ে জরুরি বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।

নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAAN)-র তথ্য অনুসারে, ইয়েতি এয়ারলাইন্সের 9N-ANC ATR-72 বিমানটি কাঠমান্ডু থেকে সকাল সাড়ে ১০টায় আকাশে উড়েছিল। প্রাথমিক ভাবে ধারণা, খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে