Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শুভেন্দুর জেলায় বাম-বিজেপি হাতে হাত, নতুন সমীকরণ? - NewsOnly24

শুভেন্দুর জেলায় বাম-বিজেপি হাতে হাত, নতুন সমীকরণ?

তমলুক: নন্দকুমারের বহরমপুর সমবায় দখল করেছে বিরোধীরা। খাতা খুলতে পারল না শাসক দল। অন্য দিকে, সব ক’টি আসন দখল করে চর্চার কেন্দ্রে বাম-বিজেপি জোট।

নন্দকুমার-বহরমপুর কো অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি প্রাইভেট লিমিটেড নির্বাচন ছিল রবিবার। এই সমবায়ের নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ৬৩। সবক’টি আসনেই জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি। এই কমিটির নামে সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল বিরোধীরা। সেখানে প্রথম পর্যায়ে যে ৫২ টি আসনে কমিটির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। বাকি ১১ টি আসনের ভোটেও পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটির প্রার্থীরা নিজেদের দখল ধরে রাখতে সফল হন।

সমবায় ভোট একেবারেই স্থানীয় স্তরের ও অরাজনৈতিক নির্বাচন। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে নিচুতলায় বিরোধীদের এ ভাবে জোট বাঁধা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে, পঞ্চায়েত ভোটের মুখে এমন সমীকরণ শোরগোল ফেলেছে।

তৃণমূলকে ঠেকাতে এই জোটের প্রয়োজন ছিল বলে মত স্থানীয় বিজেপি এবং বাম নেতৃত্বের। অন্য দিকে তৃণমূলের মতে, ‘বিজেপি ও বামেদের সঙ্গে আরও কেউ কেউ হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে ঠিকই, তবে এর পুনরাবৃত্তি কোথাও হবে না।

এই ভোটে খাতাই খুলতে পারেনি না তৃণমূল। রাম-বামের জোটের মুখে কার্যত কোণঠাসা শাসকদল তৃণমূল। আর এরপরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বড় কথা হল, তৃণমূলকে ঠেকানোর জন্য বিজেপি-সিপিএমকে প্রকাশ্যে হাত মেলাতে হচ্ছে। এই ধরনের ছোট ছোট নির্বাচনে যদি তারা হাত মিলিয়ে লড়ে, তাহলে তাদের বেআব্রু করতে আমাদের আরও সুবিধা হয়।”

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী কুণালের অভিযোগ প্রসঙ্গে বলেন, “এখানে আমার অবিশ্বাসের কিছু নেই। তৃণমূল স্তরে কী হচ্ছে, তা কেউ বলতে পারে না। কারও নিয়ন্ত্রণে থাকে না এটি। কিন্তু তৃণমূল স্তরে আমরা দেখেছি, বাম থেকে রামে গিয়েছে লোক। ভোট ট্রান্সফার হয়েছে। যা সত্য, তা সত্য। অতএব সিপিএম দলের বিষয়টি দেখা উচিত।”

আরও পড়ুন: এ বার প্রশ্নপত্রেও কড়া নজর পর্ষদের, প্রাথমিক টেট নিয়ে বিশেষ পদক্ষেপ

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে