সোমবারই প্রাপ্ত নম্বর জানতে পারবেন টেট উত্তীর্ণরা, ঘোষণা পর্ষদ সভাপতির

টেট আন্দোলনকারী। প্রতীকী ছবি

কলকাতা: ২০১৪ সালে হয়েছিল টেট। সাত বছর পরেও নিজের নম্বর জানতে পারেননি উত্তীর্ণরা। অবশেষে সেই জটিলতা কাটল। টেটের নম্বর জানতে পারবেন ২০১৭ সালের উত্তীর্ণরাও।

কলকাতা হাইকোর্টের নির্দেশে টেটের প্রাপ্ত নম্বর প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ ও ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের নম্বর প্রকাশিত হবে সোমবারই। ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

উল্লেখ্য, ২০১৪-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার। ২০১৭-র টেট উত্তীর্ণর চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার ৮৯৬ জন। দীর্ঘদিন ধরে নম্বর জানার দাবিতে লড়াই করছেন টেট উত্তীর্ণরা। এই লড়াই আদালতেও গড়িয়েছিল।

হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু করেছে। ফলে, বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল উত্তীর্ণদের। সবথেকে বড় সমস্যা ছিল, তাঁরা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারছিলেন না। এ দিকে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারভিউয়ের জন্য আবেদনের শেষ দিন রয়েছে ১৪ নভেম্বর পর্যন্ত। এ বার নিজেদের নম্বর জানতে পারবেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। এর ফলে চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা হবে। আবেদনের আগে তাঁরা বুঝতে পারবেন যে, লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন।

আরও পড়ুন: এ বার প্রশ্নপত্রেও কড়া নজর পর্ষদের, প্রাথমিক টেট নিয়ে বিশেষ পদক্ষেপ

Related posts

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫