১০০ দিনের কাজে বকেয়া টাকা পাবে রাজ্য, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্র ও রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী মুখোমুখি বসতেই বেরল সমাধান সূত্র। বাংলার দাবি মেনে শীঘ্রই ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারও বৈঠক শেষে সন্তোষপ্রকাশ করেছেন।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ১০০ দিনের কাজ-সহ গ্রামোন্নয়নের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করেন সোমবার। ওই বৈঠকে একশো দিনের কাজ-সহ গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রকল্পগুলির ক্ষেত্রে সব শর্তই মেনে চলা হবে বলে কেন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যের প্রাপ্য আটকে রাখার ব্যাপারে কেন্দ্রের যা যা প্রশ্ন ছিল, সেগুলির নিষ্পত্তি হয়েছে। এখন আর টাকা পেতে সমস্যা হবে না। সেই আশ্বাস পেয়েছি।’

১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আজকের নয়। কেন্দ্র অভিযোগ তোলে, ভুয়ো লোককে কাজ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, রাজ্যে মোট জব কার্ডের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৪ লক্ষই কার্যকরী, একটিও ভুয়ো নয়। প্রকল্প ভালোভাবে চলেছে। সাধারণ ভাবে কাজ করার ১৫ দিনের মধ্যে সরাসরি শ্রমিকের ব্যাঙ্ক আকাউন্টে টাকা পাঠানো দস্তুর। অথচ সেই নিয়ম ভেঙে গত ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের ক্ষেত্রে রাজ্যের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে। বকেয়ার পরিমাণ ৬ হাজার ৭৫৭ কোটি টাকা। 

তবে একশো দিনের কাজের ক্ষেত্রে কোথাও-কোথাও যে অনিয়ম হয়েছে, তা প্রকারান্তরে এ দিন স্বীকার করে নিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীও। তিনি বলেন, ‘‘গত অর্থ বর্ষে রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে। এত বড় প্রকল্পে কিছু ভুল হতেই পারে। যদি ওই ক্ষেত্রে ১ শতাংশ গন্ডগোল হয়, তা হলেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় ৩৬ লক্ষে। যা সংখ্যাগত দিক থেকে দেখলে বড় মনে হবে। এ ধরনের ক্ষেত্রে বিরোধী দল বা কেন্দ্রের পাঠানো দল যখনই কোনও ত্রুটি তুলে ধরেছে, তা রাজ্য সরকার দ্রুত শুধরে নিয়েছে।’’

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?