Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নৈহাটি-হালিশহরের মধ্যে থার্ড লাইনের কাজ, লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায় - NewsOnly24

নৈহাটি-হালিশহরের মধ্যে থার্ড লাইনের কাজ, লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়

কলকাতা: বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে বেশ কয়েক ঘণ্টার জন্য। এর জেরে কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের জন্য ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদহ-রানাঘাট লোকাল। এই দু’দিনই ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার চলবে রানাঘাট অবধি।

পাশাপাশি, বৃহস্পতি ও শুক্রবার ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে চলবে ঘুরপথে। ঘুরপথে চলবে ১৩১৮৫ মুজফ্‌ফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস এবং ১৩১৬০ জোগবানি-কলকাতা এক্সপ্রেস। এই ঘটনায় ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।

Related posts

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা