মহারাষ্ট্রে ধর্ষণ বিরোধী আইনে পরিবর্তন আনার দাবি তুলেছেন মহা বিকাশ আঘাড়ির নেতা শরদ পওয়ার। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মতো মহারাষ্ট্রেও প্রয়োজন কঠোর আইন। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পাশ হয়েছে, যা ধর্ষণের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান করেছে।
বিধানসভায় পাশ হওয়া এই বিলে নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকলে অথবা অত্যাচারের ফলে কোমায় চলে গেলে দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তিরও কথা রয়েছে।
শরদ পওয়ার পিটিআইকে বলেছেন, ‘‘বাংলায় যে বিল আনা হয়েছে, তাতে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে। মহারাষ্ট্রে এমনই কঠোর আইন আনার প্রয়োজন।’’
এই মন্তব্য তুলে ধরে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা লিখেছেন, ‘‘বাংলা পথ দেখায়।’’ অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘মঙ্গলবার পাশ হওয়া বিল ইতিহাস সৃষ্টি করেছে এবং অন্যান্য রাজ্যেও এমন বিল আনার ভাবনা চলছে।’’