কলকাতা: মেট্রোর নতুন ঘোষণা। আগামীকাল, ৫ সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা প্রদান করা হবে। শহরের ব্যস্ততম পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত। এতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।
এতদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৮টি ট্রেন চলাচল করত। এবার এই সংখ্যা বেড়ে ২৯০ হবে। নতুন সিডিউল অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার এই বাড়তি পরিষেবা পাওয়া যাবে। তবে প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
মেট্রো রেলওয়ে কলকাতা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ব্লু লাইনে দুটি অতিরিক্ত ট্রেন চালু হবে। একটি ট্রেন মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে একটি ট্রেন সকাল ৭টা ৫৪ মিনিটে রওনা হবে।
এই বাড়তি ট্রেন পরিষেবার ফলে যাত্রীদের জন্য মেট্রো যাতায়াত আরও সহজ এবং আরামদায়ক হবে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন, এই পরিবর্তনটি দৈনন্দিন যাত্রীদের চাপ কমাতে সাহায্য করবে।