নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘এক দেশ, এক নির্বাচন’-এর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে সায় দেওয়ার পরই মুখ্যমন্ত্রী এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন।
মমতা লেখেন, “বিরোধী দলের নেতা ও বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বৈরাচারী পদক্ষেপ। এক দেশ, এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। এটি ভারতের গণতন্ত্রের উপর আঘাত। বাংলা কখনও এই একনায়কতন্ত্রী সিদ্ধান্তকে মেনে নেবে না। আমাদের সাংসদরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন।”
এটি প্রথমবার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠি লিখে ‘এক দেশ, এক ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করবে এবং যুক্তরাষ্ট্রীয় নীতির পরিপন্থী। তবে বিজেপি বিরোধীদের এই আপত্তিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয়।
বিশেষজ্ঞদের মতে, ‘এক দেশ, এক ভোট কার্যকর হলে একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন হবে। যদিও বিরোধীদের মতে, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, গণতন্ত্রের বহুত্ববাদে হস্তক্ষেপ। এই বিতর্কে আগামী দিনে আরও উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা।