প্রথম পাতা খবর বাংলার ৪২ আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা তৃণমূলের!

বাংলার ৪২ আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা তৃণমূলের!

136 views
A+A-
Reset

ইমনকল্যাণ সেন: রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের। ফলে ২০১৯ সালে কংগ্রেসের জেতা বহরমপুর ও দক্ষিণ মালদহ আসনেও প্রার্থী দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শুক্রবার তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন ঘাসফুল নেতৃত্ব।

নির্বাচনের আগে বিভিন্ন জেলা সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, শুক্রবার নিজের কালীঘাটের বাড়িতে ডাকা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বের উদ্দেশে বলেছেন, সবাই মিলে লড়াই করলে অধীর কোনও ফ্যাক্টরই নন। জেলা পার্টিকে তাঁর পরামর্শ, “অধীরকে উপেক্ষা করতে হবে। ওঁর কথা মাথা থেকে সরাতে হবে”।

এমনিতে বাংলায় বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এমন পরিস্থিতিতে এ দিনের বৈঠকে দলীয় নেতৃত্বের প্রতি মমতার স্পষ্ট বার্তা, “ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক আমরা। সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে আরএসপি-সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব। সেক্ষেত্রে ৪২ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে”।

জানা গিয়েছে, এ দিন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় কালীঘাটে। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, দলীয় শৃঙ্খলা নিয়ে এ দিন বৈঠক থেকে বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, “কিছু নেতার মৌরসি পাট্টা চালানোর খবর সামনে এসেছে। তা কোনওভাবেই চলবে না”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.