কলকাতা: মঙ্গলবার নবান্নে কৃষি ও পঞ্চায়েত দফতরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের কৃষকদের যে বিপুল ক্ষতি হয়েছে এবং আবাস যোজনার সমীক্ষার অগ্রগতি সম্পর্কে আলোচনা করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছিল।
সরকারি তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার কারণে রাজ্যের ৯ লক্ষের বেশি কৃষক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এইসব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড়সড় আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক রাজ্যের শস্য বিমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পাবেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের পর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, পুজোর আগে ডিভিসি-র জলছাড় ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। নতুন সমীক্ষা অনুযায়ী, প্রায় ৯ লক্ষ ৩৫৪৩ জন কৃষকের ক্ষতির তথ্য পাওয়া গেছে এবং তাদের সকলকেই শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হবে।
সমীক্ষার কাজ দ্রুত শেষ করতে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত বিমা সংস্থাকে আরও কার্যকরী ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা পৌঁছানোই সরকারের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।