সিকিমে ভয়াবহ তুষারধস, মৃত ৭ পর্যটক, আটকে বহু

সিকিমে ভয়াবহ বিপর্যয়। ছাঙ্গু লেকের কাছে তুষারধসে কমপক্ষে ৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে মঙ্গলবার ১৫ মাইলের কিছু পরে হঠাৎই পর্যটক বোঝাই একটি গাড়ির উপর তুষারধস নেমে আসে। গাড়ির পর্যটকেরা খাদের দিকে ছিটকে যান৷ সুত্রের খবর, গাড়িতে ১৫ জন পর্যটক ছিলেন। যাঁদের মধ্যে একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তবে নিহতদের সঠিক সংখ্যা সিকিম সরকার বা সেনার তরফ থেকে জানানো হয়নি। যদিও আশংকা যে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। অন্য দিকে, ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনা। পাশাপাশি দু’দিকেই রাস্তা বন্ধ। এক প্রান্তে ৩৫০ অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ধস নামে। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর।

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই