500
কলকাতা: কলকাতায় তৈরি হবে জোড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্বাক্ষরিত হল মউ (MoU)। সরকারের আশা, এর ফলে পশ্চিমবঙ্গের বাণিজ্যক্ষেত্রে সুযোগ-সুবিধা আরও বাড়বে। বাড়বে কর্মসংস্থান।
জানা গিয়েছে, কলকাতায় যে দু’টি ট্রেড সেন্টার তৈরি হবে, সেগুলির একটি তৈরি হবে নিউটাউনে, অন্যটি নবদিগন্তে। এই দু’টি ট্রেড সেন্টার তৈরি করবে হিডকো এবং মার্লিন গ্রুপ।
এ ব্যাপারে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় ব্যবসা-বাণিজ্য এখন অনেক বেড়েছে। যে কোনো বিদেশি শহরের মতো এখানেও বাড়বে। আজকে মানুষ চারিদিক দিয়ে দৌড়ে আসছেন বিনিয়োগের জন্য। কারণ এখানে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। দেশের মধ্যে সর্বোচ্চ জিডিপি। আর এখানে বিনিয়োগ সুরক্ষিত। কারণ, এখানে স্থায়ী সরকার রয়েছে”।