দুষ্কৃতীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদী

আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সূত্রের খবর, পিছন থেকে গুলি করা হয়েছে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলির শব্দ শোনা যায় তারপরেই দেখা যায় লুটিয়ে পড়েছেন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে আগামিকাল ভারত একদিনের জাতীয় শোক পালন করবে।’শেষ বার জাপান সফরে গিয়ে শিনজো আবের সঙ্গে দেখা হয়েছিল মোদীর। ট্যুইটে সেকথাও লিখেছেন মোদী। উল্লেখ করেছেন, শিনজো আবের সময় ভারত-জাপান সুসম্পর্কের কথাও। শিনজো আবের পরিবার ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে শিনজো, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো

মধ্যরাতে লন্ডনের রাস্তায় সৌরভের তুমুল নাচ

লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, বিশ্রামে বিরাট-রোহিত, অধিনায়ক ধাওয়ান

‘৩০ হাজার চাকরি রেডি, যেকোনও দিন নিয়োগপত্র দিয়ে দেব’ দাবি মমতার

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন