জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে শিনজো, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো

দলের হয়ে রাজনৈতিক প্রচার করতে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তাঁকে আজ সকালে বুকে গুলি করা হয়। ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন শিনজো আবে। মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিনজো আবেকে।

শিনজো আবের বক্তৃতা চলাকালীন হঠাৎই গুলির শব্দ শোনা যায় ৷ চমকে ওঠেন প্রত্যেকেই ৷ এর পরেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। এরপর অবশ্য তিনি কেমন রয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলাকারী একজন পুরুষ বলেই জানা গিয়েছে ৷ তাকে আটক করে পুলিশ ৷

শিনজো আবের পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে পিছন থেকে হামলা করা হয়েছে ৷
এরই মধ্যে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন। সেই সময় আচমকাই বিকট শব্দ।

আরও পড়ুন :

‘৩০ হাজার চাকরি রেডি, যেকোনও দিন নিয়োগপত্র দিয়ে দেব’ দাবি মমতার

শিখ রীতিনীতি মেনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানে ডাঃ গুরপ্রীত কৌরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, এক ঝলকে বিয়ের মেনু

ক্যানিংয়ের তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ

লন্ডনে সৌরভ প্রি বার্থ ডে সেলিব্রেশন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, বিশ্রামে বিরাট-রোহিত, অধিনায়ক ধাওয়ান

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?