জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকন্ত মজুমদার

ডেস্ক: জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকন্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ হিসাবে এতদিন ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতেন তিনি। এবার থেকে জেড শ্রেণির নিরাপত্তা পাবেন রাজ্য বিজেপি সভাপতি। ফলে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৩৫ জন নিরাপত্তারক্ষী।


জানা যাচ্ছে, জেড ক্যাটাগরি নিরাপত্তার মোড়কে মোট ৩৫ জন রক্ষী সর্বক্ষণ সুকান্তকে ঘিরে থাকবেন। সুকান্তর সঙ্গেই সব সময়ের সঙ্গী হবেন তাঁরা। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পরই সুকান্তর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা পৌঁছে গিয়েছেন। ৩৫ জন রক্ষীর মধ্যে ১৫ জন বন্দুকধারী সিআরপিএফ জওয়ান সুকান্তকে ঘিরে রাখবেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি মিলল না বিদেশমন্ত্রকের

এর পাশাপাশি সুকান্তর জন্য কলকাতায় স্থায়ী বাসস্থান খোঁজার কাজও চলছে বিজেপির পক্ষ থেকে। বালুরঘাটবাসী সুকান্তবাবুর কলকাতায় কোনও বাড়ি ছিল না। কিন্তু এখন বিজেপি রাজ্য সভাপতি হওয়ার কারণে বেশিরভাগ সময়টাই তাঁকে কাটাতে হবে মহানগরীর বুকে। তাই জন্য এয়ারপোর্ট সংলগ্ন তোপসিয়া এলাকায় একটি বাড়ি দেখা হয়েছে।

Related posts

চাকরি বাতিলের রায়ে সায়, তবে মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন