মনোনয়ন খারিজ বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিসের, তবে বিকল্প প্রার্থী আগেই দিয়ে রেখেছিল গেরুয়া শিবির

কলকাতা: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হল। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল হল প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন।

আইপিএস পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবাশিস। কিন্তু, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে মেলেনি ছাড়পত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় সেই ছাড়পত্র জমা দিতে পারেননি তিনি। আর এর জন্যই মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান প্রার্থী। তবে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। কড়া নাড়তে চলেছেন কলকাতা হাইকোর্টের, এমনটাই জানাচ্ছেন তিনি।

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ নম্বর ধারায় বাতিল করা হয়েছে দেবাশিস ধরের মনোনয়ন। বেশ কিছু ক্ষেত্রে দেবাশিস ধরের ‘ডিউস ক্লিয়ার’ ছিল না। 

তবে, বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির আর এক নেতা দেবতনু ভট্টাচার্য। তাঁর মনোনয়ন গৃহীত হয়েছে। বিজেপি সূত্রে খবর, দেবাশিসের প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে।

Related posts

‘ ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে’, বিস্ফোরক অভিযোগ দেবের

পাশের হার ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভোট পড়েছে অসম ও গোয়ায়