প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ফিরহাদ

ডেস্ক: ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ টিকা পাচ্ছে কলকাতা। আগের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ, কিন্তু তার পাশাপাশি আশঙ্কাও দেখা দিয়েছে। অনেকেই মাস্ক পরছেন না। তাই সংক্রমণ যে কোনও মুহূর্তে বাড়তে পারে। এই ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘‌হাতজোড় করে কলকাতাবাসীর কাছে অনুরোধ করছি সকলেই কোভিড–বিধি মেনে চলুন। নিরাপদে থাকুন। না হলে আগামী দিনে করোনা আরও বাড়তে পারে।’‌


তিনি বলেন, ‘কলকাতার প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ কম টিকা পাওয়া যাচ্ছে। সরকারি ভাবে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের নির্দেশ রয়েছে। তবে টিকার অপ্রতুলতার কারণে ৪৫ ঊর্ধ্বদের দেওয়ার পরই টিকা শেষ হয়ে যাচ্ছে।’ তিনি অভিযোগ করেন, এই রাজ্যে ভ্যাকসিন খুব কম আসে। প্রয়োজনের তুলনায় মাত্র ১৫ শতাংশ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে তীব্র সংকটের মধ্যে পড়তে হবে কলকাতাবাসীকে।

আরও পড়ুন: ফের শান্তিকুঞ্জের সামনে হাজির সিআইডির প্রতিনিধিদল, ভিডিওগ্রাফি করলেন তদন্তকারীরা


অন্যদিকে, কলকাতায় পেট্রোলের দাম ১০২ টাকা ৮ পয়সা। তবে এ যাত্রা ডিজেলের দাম বাড়েনি। পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।  এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘সাধারণ মানুষের উপর বোঝা চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার। পরিবহণমন্ত্রী হিসাবে আমার উপরও বোঝা চাপছে।’

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে