পানিহাটির পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগের নির্দেশ দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারই তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে।
ঘটনায় প্রকাশ, অমরাবতী মাঠ দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ ওঠে মলয় রায়ের বিরুদ্ধে, যা মুখ্যমন্ত্রীর নজরে আসে। জানা গেছে, তিনি আগে থেকেই ওই মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে সেটি বাণিজ্যিক ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী পুরমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। যদিও তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, চেয়ারম্যানের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে মলয় রায় বলেন, “এটি চক্রান্ত। মাঠ বিক্রির অভিযোগ বিভ্রান্তিমূলক।” তবে পদত্যাগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
এদিকে, বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ করে বলেন, “যারা প্রকৃত দোষী, তাদের রক্ষা করা হচ্ছে, আর অন্য কাউকে বলির পাঁঠা বানানো হচ্ছে।”