আবারও নারীশক্তির জয়গান বাংলায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে জাতীয় স্তরে শীর্ষস্থান অর্জন করল পশ্চিমবঙ্গ, বিশেষত মহিলাদের নেতৃত্বে। আন্তর্জাতিক নারী দিবসের পরেই এই স্বীকৃতি বাংলার জন্য বড় গৌরবের।
সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের রিপোর্টের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জাতীয় সমীক্ষার বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা সেরা হয়েছে। একইসঙ্গে, এই ক্ষেত্রে মহিলাদের অবদানও উল্লেখযোগ্য।
কেন্দ্রীয় সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলায় উৎপাদন শিল্পে কর্মসংস্থান সবচেয়ে বেশি। কর্মীর সংখ্যার দিক থেকেও রাজ্য প্রথম স্থানে রয়েছে। পাশাপাশি, মহিলা শিল্পোদ্যোগীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যে অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মহিলাদের নেতৃত্বে গড়ে উঠেছে বহু উদ্যোগ।
রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই মহিলাদের স্বনির্ভরতার জন্য নানা কর্মসূচি নিয়েছে। গ্রামবাংলার অসংখ্য স্বনির্ভর গোষ্ঠী সরকারি সহায়তায় বড় পরিসরে কাজ করছে। স্বাভাবিকভাবেই, বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাফল্য নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এক অনন্য নজির হয়ে থাকল।