ডেস্ক: ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন প্রধানমন্ত্রী। ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি দিলেন মোদী । এদিন কটাক্ষ করেছেন তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকেও। কড়া ভাষায় ‘খেলা হবে’-কে তীব্র কটাক্ষ করে মোদির প্রতিশ্রুতি, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে।
তিনি বলেন,‘দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উত্থান হবে। দিদি বলছে খেলা হবে, বিজেপি বলে যুবশক্তির বিকাশ হবে।’
দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে গ্রামে গ্রামে জনসুবিধা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে।’ তিনি বলেন, ‘বাংলার মানুষ বলছে অত্যাচার অনেক করেছ দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত।’
মোদির কটাক্ষ, ‘বাংলার ভাইবোনেদের চিন্তার খেলা আপনি ১০ বছর খেলেছেন, এবার খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে। বাংলার মানুষের থেকে খেলার চিন্তা বেশি তৃণমূলের। দিদি ভুলে যাচ্ছেন, বাংলার জনতা বিরোধিতায় তৈরি। ১০ বছর ধরে বিশ্বাসঘাতকতা, দুর্নীতির এবার শেষ হবে বিধানসভা ভোটে।
এবার বাংলার মানুষ দিদির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ১০ বছর ধরে দুর্নীতি হয়েছে, এবার মানুষ সাজা দেবে তৃণমূলকে।’,‘যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় সেখানে জল সঙ্কট কমেছে। বাংলার প্রতিটি প্রান্তকে রেলের সঙ্গে যুক্ত করাই লক্ষ্য। ২ মে-র পর বাংলায় বিজেপির সরকার।’
,‘ব্রিগেডের সভার পরে কী হচ্ছে দেশের মানুষ দেখছে। ১০ বছর ধরে তোষণের রাজনীতি। এখন মমতার যেন বদল হয়েছে মনে হচ্ছে। সবধরণের খেলা খেলুন, কিন্তু বাংলার মানুষ কিছু ভুলে যায় না। গাড়ি থেকে নেমে কজন মানুষকে ধমকেছিলেন ? তোষণের রাজনীতির জন্য সবধরণের কাজ মানুষ মনে রেখেছে।’
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে ভোটযুদ্ধে ফিরতে চলেছেন মুকুল
বছরের পর বছর ধরে একটি সেতুও তৈরি করতে পারেনি তৃণমূল। এখন বলছে উন্নয়নের কথা। বাংলা বিজেপি ক্ষমতায় এসে আগে এই সমস্যার সমাধান করবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার। দিল্লির ইঞ্জিন ও বাংলার ইঞ্জিন সরকার এলে পুরুলিয়ায় বিকাশ হবে। পুরুলিয়ায় পর্যটনের উন্নতিতে কোনও কাজ হয়নি।’
তিনি বলেন, ‘জঙ্গলমহলে পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়ে ধন্য। পুরুলিয়ায় অযোধ্যা নামে গ্রাম পঞ্চায়েত আছে। পুরুলিয়ায় জলসঙ্কট বড় সমস্যা। পুরুলিয়ায় চাষবাসের জন্য পরিমাণমত জল পাওয়া যায় না।’
সেখানে তিনি বলেন,‘দিদি আমার ওপর রাগ দেখাচ্ছেন। বিজেপি নেতাদের ওপর রাগ দেখাচ্ছেন দিদি। দিদিও ভারতের মেয়ে, তাঁর প্রতি শ্রদ্ধা আছে। দিদির চোট লেগেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন দিদি।’