মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন মুখ্যসচিব আলাপনের মেয়াদ বাড়াল প্রধানমন্ত্রী

ডেস্ক: চলতি মাসেই রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ফুরোচ্ছে। এরপর অবসর নেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং কোভিড যুদ্ধে আলাপনের অভিজ্ঞতার কারণে  মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: সবাই সতর্ক থাকুন, সংবাদমাধ্যমের কাছে সম্পূর্ণ সহযোগিতার আহ্বান, মুখ্যমন্ত্রীর

কোভিড পরিস্থিতি মোকাবিলায় দক্ষ প্রশাসক প্রয়োজন। সেই কারণে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মমতা। তাঁর আবেদন এ দিন মেনে নিয়েছে কেন্দ্র। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদনে সিলমোহর দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনমাসের জন্য মুখ্যসচিবের পদে মেয়াদ বাড়ানো হয়েছে আলাপনের।

Related posts

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়