বহু প্রতীক্ষিত PSLV-C59/PROBA-3 মিশনের স্যাটেলাইট উৎক্ষেপণ হবে আগামী ৪ ডিসেম্বর, বুধবার। বিকেল ৪টা ৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপণ করা হবে। এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।
এবারের মিশনে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV)-C59 প্রায় ৫৫০ কেজি ওজনের স্যাটেলাইট বহন করে এক অত্যন্ত উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছে দেবে।
প্রোবা-৩ মিশন
প্রোবা-৩ মিশন মিশনটি ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA)-র একটি ইন-অরবিট ডেমোনস্ট্রেশন (IOD) মিশন। মিশনের মূল লক্ষ্য হল দুটি মহাকাশযানের নিখুঁত গঠনগত উড়ানের দক্ষতা প্রদর্শন। দুটি মহাকাশযান হল করোনাগ্রাফ স্পেসক্র্যাফ্ট (CSC) এবং অকাল্টার স্পেসক্র্যাফ্ট (OSC), যা স্ট্যাকড কনফিগারেশনে (একটির উপর আরেকটি) উৎক্ষেপিত হবে।
PSLV-C59 হবে PSLV-এর ৬১তম এবং PSLV-XL কনফিগারেশনের ২৬তম মিশন।
ইসরো-র প্রথম তরল ইঞ্জিন যুক্ত উৎক্ষেপণ যান
PSLV হল এমন একটি উৎক্ষেপণ যান, যা স্যাটেলাইটসহ বিভিন্ন পে-লোড মহাকাশে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এটি ভারতের প্রথম উৎক্ষেপণ যান যা তরল ধাপযুক্ত ইঞ্জিন দ্বারা সজ্জিত। ১৯৯৪ সালের অক্টোবর মাসে প্রথম PSLV সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
PSLV-C59 উৎক্ষেপণের সময় মোট চারটি ধাপ কার্যকর হবে, বলে জানিয়েছে ইসরো।