কলকাতা: হেরিটেজ ট্যুরিজমে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ। ইউনেস্কোর স্বীকৃতি অনুযায়ী, ঐতিহ্যবাহী পর্যটন গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে বাংলা। সোমবার বিধানসভায় এ খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে।”
দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরের মতো ঐতিহাসিক উপাসনালয়ের উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া, দীঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, যা খুব শীঘ্রই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
পর্যটন খাতে রাজ্যের বিভিন্ন উদ্যোগের ফলস্বরূপ লক্ষাধিক কর্মসংস্থান হয়েছে। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, রাজ্যে ইতিমধ্যেই ২৪৮৯টি হোমস্টে তৈরি হয়েছে, যার ৬৫ শতাংশ উত্তরবঙ্গে। আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলার হোম-ট্যুরিজম বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, পাহাড়, বন এবং সুন্দরবনের অনন্য বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে। ধর্মীয়, ঐতিহ্যবাহী এবং চা পর্যটনের বিকাশে নেওয়া পদক্ষেপ বাংলার পর্যটন শিল্পকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।