কলকাতা: দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীর রাতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পুজোর রাতে ঠাকুর দর্শনের পর বাড়ি ফেরার জন্য রাতভর ট্রেন পরিষেবা চালু থাকায় খুশি পুজোপ্রেমীরা।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, হাওড়া ডিভিশনে বর্ধমান মেন, কর্ড, ব্যান্ডেল এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর রুটে সারারাত ১০টি ট্রেন চলবে। অন্যদিকে, শিয়ালদহ ডিভিশনে রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, বনগাঁ, ডানকুনি, বারুইপুর এবং বজবজ রুটে গভীর রাতে চলবে অতিরিক্ত ট্রেন।
হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪৫ মিনিটে এবং বর্ধমান থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। কর্ড লাইনে হাওড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১.১৫ মিনিটে। শিয়ালদহ থেকে শেষ ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে ছাড়বে রাত ১২.৪০ মিনিটে।
এছাড়া, শিয়ালদহ থেকে কল্যাণী, বনগাঁ, ডানকুনি, বারুইপুর এবং বজবজ রুটে থাকবে অতিরিক্ত ট্রেন পরিষেবা। এই বিশেষ ব্যবস্থায় পুজোর সময় যাত্রীদের অনেক সুবিধা হবে।