প্রথম পাতা খবর ক্যানিংয়ে তিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ফের গ্রেফতার ১

ক্যানিংয়ে তিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ফের গ্রেফতার ১

56 views
A+A-
Reset

ক্যানিংয়ে টিএমসি নেতা খুনে অবশেষে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডল। মঙ্গলবার রাতে হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মৃত পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির পরিবারের তরফে করা এফআইআরে নাম ছিল ধৃত এবাইদুল্লা মণ্ডলের। সন্দেহজনক টোটো ধাওয়া করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে তিন তৃণমূল নেতা খুনের ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ২।

একসপ্তাহ আগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন স্বপন মাজি, ঝন্টু হালদার এবং ভূতনাথ প্রামাণিক। তখনই রাস্তায় তাঁদের গুলি করে কুপিয়ে খুন করা হয়। এই খুনের তদন্তে গঠিত হয় পাঁচ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)। তারপরই ক্যানিংয়ে তিন তৃণমূল কংগ্রেস নেতা–কর্মী খুনের তদন্তে নেমে আফতাবউদ্দিন শেখকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় এফআইআরে ৬ জনের নাম রয়েছে। তাদের মধ্যে প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে এবাইদুল্লা মণ্ডল। এখনও অধরা রফিকুল-সহ ৫ জন। রফিকুলেরই হাত রয়েছে এই ঘটনায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :

পাহাড় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়ালেন কচি-কাচাদের

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ বলে কিছু হয় না, এরাজ্যে একটাই বঙ্গ: অভিষেক

পাহাড়ে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের

মা উড়ালপুলে সমস্যায় পড়লে, সমাধান মিলবে ‘‌ব্রেকডাউন হেল্পলাইন’‌ নম্বরে

হরমনপ্রীত কউরের নেতৃত্বে আসন্ন কমনওয়েলথ গেমসের দল বেছে নিল বিসিসিআই, রয়েছেন বাংলার মেয়ে রিচা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.